নিস্তব্ধতার ঋতু উৎসবের ঋতু
বাংলা পঞ্জিকার হিসেব বলছে, প্রকৃতিতে এখন হেমন্ত। ইট নগরে ঋতু উপভোগের সময় কোথায়। তবে দুপুর গড়ালে রোদের রং হলুদ হয়ে আসে। আর ছোট্ট বিকেলটা দৈাড়ে ছুঁয়ে ফেলে সন্ধ্যা। তখন মনে হয়, শীত কি আসছে? শহরজুড়ে অনুভূত না হলেও দূর জনপদে ঠিকই পায় পায় কড়া নাড়ছে শীত।
আরও...