পরকীয়া: সম্পর্কের মধু না বিষ!
ট্রয়ের নির্বাসিত রাজপুত্র প্যারিস আশ্রয় পেলেন স্পার্টার রাজপুত্র মেনিলাসের বাড়িতে। ভালোই যাচ্ছিল তার দিন-কাল। নিরাপদে-নিশ্চিতে। হঠাৎ তার শান্তিতে বিঘ্ন ঘটালেন মেনিলাসের পরমা-সুন্দরী স্ত্রী হেলেন। হেলেনের এমনই অপার্থিব রূপ যে দেবতারও তার গুনগান গাইতেন। আর প্যারিস লক্ষ্য করলেন হেলেনের মধ্যে কীসের যেন বিষাদ!
আরও...