কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটুক প্রেয়সী ও শুভমিতারা
বাংলাদেশের হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের কথা এলে প্রথমে দৃষ্টিতে ধরা দেয় বিস্তৃত জলরাশির হু হু বাতাস তোলা জলো সরোবর। অথবা দিগন্তে চোখ হারানো মাইলের পর মাইল ধানেরক্ষেত। এসবের ফাঁকে মন মননে উঁকি দেয় পাগল করা সুর – নিশা লাগিল রে বাঁকা দু’নয়নে নিশা লাগিল রে…
আরও...