বিয়ের পিঁড়িতে নয়, তৃতীয়বারের মতো বিয়ের সিঁড়িতে অমিতাভ রেজা
খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা তৃতীয়বারের মতো বিয়ের সিঁড়িতে দাঁড়ালেন। নতুন বিয়ে করলে বাংলায় প্রচলিত প্রবাদে বলা হয় বিয়ের পিঁড়িতে বসেছেন। যেহেতু তিনি এবার বিয়ে করেছেন মার্কিন মুল্লকে গিয়ে তাই পিঁড়িতে নিশ্চয়ই বসা হয়নি। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন। তার বানানো ‘দ্য অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নিয়েছে বলে জানা যায়।
শুক্রবার বাংলাদেশ সময় রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী এবং নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করেন অমিতাভ রেজা। ওই পোস্টের ক্যাপশনে অমিতাভ রেজা লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো এই সম্পর্ক। আলো আর অন্ধকারের সাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিলাম। চলো নতুন করে শুরু করা যাক প্রিয় মুশফিকা মাসুদ।’ এর আগে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছিলেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা , কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন …।’ফাজিল বলতে অমিতাভ রেজা ঠিক বোঝাচ্ছেন তা অবশ্য রহস্যই রয়ৈ গেল!
অমিতাম রেজা সম্পর্কে মুশফিকা মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি কথা বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।’ এর আগে মুশফিকা তাঁর ফেসবুক পোস্টে অমিতাভকে নিয়ে লিখেছেন, ‘আমার আত্মার গভীরে একটাই মানুষ বিরাজমান… আর সে হলো তুমি জান।’ দুজনের একটি স্থিরচিত্র পোস্ট করে মুশফিকা লিখেছেন, ‘একসঙ্গে আমরা বিস্ময়করভাবে শক্তিশালী।’ সেই স্থিরচিত্রের মন্তব্যে অমিতাভ রেজা লিখেছেন, ‘তুমি আমার সৌন্দর্য, তুমি আমার জীবন… আমার চার্লি চ্যাপলিন।’ পাল্টা মন্তব্যে মুশফিকা লিখেছেন, ‘এবং তুমি আমার ওং কার-ওয়াই।’
শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বলে জানা যায় বর-কনে। রাত একটার দিকে সামাজিক মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই। পরদিন সকাল থেকেই বাংলাদেশের বিনিদন জগতে অমিতাভের নতুন বিয়ে নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়।
অমিতাভ রেজা প্রথমবার বিয়ে করেছিলেন মডেল ও অভিনেত্রী নওরীন হাসান খান জেনিতে। অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়েই জেনি খ্যাতি অর্জন করেছিলেন। ২০০৭ সালে বিয়ে করার পর দুই বছরের ব্যবধানে ২০০৯ সালে ভেঙে যায় তাদের দাম্পত্য জীবন। এর কিছুদিন পর অমিতাভ জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিথিলার ছোট বোন মিমকে বিয়ে করেন। তারপর অমিতাভ রেজা অনেক দিনই একলা ছিলেন। তার একলা-জীবনের ইতি এবার তৃতীয়বারের মতো বিয়ের সিঁড়িতে দাঁড়ালেন । দেখা যাক সেই সিঁড়ি কতদূর যায়! দুজন নির্মাতার যৌথজীবনে নিশ্চয়ই ভালো কোনো সিনেমাই হবে!