এক নাটকে ৪৫ বছর চলছে কেরামত মওলার

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চের এই নাটকটির উদ্বোধন হয়েছিল ৪৫ বছর আগে। প্রয়াত নাট্যকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুনের লেখা নাটকটি ১৯৮০ সালে মহিলা সমিতি মঞ্চে প্রথম মঞ্চস্থ হয়। নির্দেশনায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন। নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন গুনী অভিনয় শিল্পী কেরামত মওলা। সেই থেকে এখন পর্যন্ত তিনি নাটকটির সঙ্গে আছেন। অর্থাৎ ৪৫ বছর ধরে তিনি একটি মঞ্চ নাটকে অভিনয় করে চলেছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কেরামত মওলা বলেন, নাটকটি আমার আত্মার সঙ্গে মিশে আছে। বয়স হয়েছে, তাই আমি শুধু এই একটি নাটকেই অভিনয় করি। যদিও ইদানীং নাটকটি মঞ্চে খুব একটা উৎসাহতি হচ্ছে না। উল্লেখ্য, পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক।