নতুন কুঁড়ি ২০২৫ এর পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ টেলিভিশন-বিটিভির জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তরের দপ্তরের শাপলা হলে এই পুরস্কার বিতরণ করা হয় বলে লিখেছে বাসস।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। নতুন কুঁড়ি ২০২৫- এর ক-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলার প্রেয়সী চক্রবর্তী এবং খ- গ্রুপে সুনামগঞ্জ জেলার শুভ মিতা তালুকদার ।

আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। এদিন ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘শিশুদের জন্য আজকের এই অর্জন তাদের জীবনের এক বিশেষ মুহূর্ত। এটি তাদের আরও এগিয়ে যেতে, নিজেদের আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে। এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হলো নিজেকে আবিষ্কার করা।