আজ চ্যানেল আইয়ে হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ৭দিন ব্যাপি অনুষ্ঠানমালার আওতায় আজ (১৩ নভেম্বর) বেলা ৩টায় হুমায়ূন আহমেদ নির্মিত আলোচিত সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’ প্রচার হবে। এ ছাড়া সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সিনেমার গান পরিবেশন করেন ক্ষুদে গান রাজ খ্যাত অনন্যা আচার্য্য , প্রাপ্তি ও মুগ্ধ। দুপুরে তারকাকথন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বিশিষ্ট অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।