Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

হুমায়ূনময় অন্যপ্রকাশ

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশ। অন্যপ্রকাশের স্টলের সামনে একটি মেয়ে ঠায় দাঁড়িয়ে আছে। স্টলের মাথায় জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ছবি সম্বলিত সাজসজ্জার দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ। যেনো নীরবে মেয়েটি হুমায়ূন আহমেদকে স্মরণ করলেন। এরপর কয়েক কদম এগিয়ে গেলেন স্টলে সাজিয়ে রাখা বইগুলোর কাছে। হুমায়ূন আহমেদের লেখা বেশকিছু বই কিনলেন। বইগুলো কিনে মেয়েটি চলে গেলেন নীরবে। ঠিক এমনিভাবেই নন্দিত এই লেখক তাঁর পাঠক তথা ভক্তদের কাছে নীরবেই আছেন। কোটি পাঠকের প্রিয় লেখক হুমায়ূন আহমেদের বড় ছবি, হাতে লেখা পাণ্ডুলিপি, সাড়া জাগানো বইয়ের বড় আকৃতিতে অন্যপ্রকাশের প্যাভিলিয়নটি সাজানো হয়েছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। স্টলটি বইপ্রেমীদের কাছে হুমায়ূন আহমেদের বইয়ের জন্যই বেশি জনপ্রিয়। যেনো হুমায়ূন আহমেদ, পাঠক ও অন্যপ্রকাশ একই সুতোয় বাঁধা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।