Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বই বিক্রির ধুম পড়েছে!

বইমেলায় বইবিক্রির ধুম পড়েছে। গতকাল বইমেলার উভয় অংশে প্রতিটি স্টলে বইয়ের বিক্রি ছিল বিশেষ ভাবে উল্লেখ করার মতো। মেলায় যারা এসেছিলেন তাদের অনেকেই বই কিনেছেন। ছেলে-মেয়েদেরকে সাথে নিয়ে পারিবারিক ভাবেও অনেকে বইমেলায় এসেছিলেন। এই স্টল থেকে সেই স্টলে খুঁজে খুঁজে প্রিয় লেখকের বই কিনেছেন সবাই। শিশু-কিশোরদের পছন্দের তালিকায় ছিল ছবি আঁকা ছড়ার বই। বড়দের মধ্যে উপন্যাসের ব্যাপারে আগ্রহ ছিল বেশ। তরুণ-তরুণীরা কবিতার বই খুঁজেছেন। তবে ভ্রমণ সাহিত্য, মুক্তযুদ্ধ ভিত্তিক গল্প, উপন্যাস ও প্রবন্ধের বইয়ের কাটতিও ছিল সন্তোষজনক। অন্যান্য দিনের মতো বাংলা একাডেমির সবকটি স্টলে ক্রেতারা লাইন ধরে বই কিনেছেন। লিটল ম্যাগ চত্বরে ক্রেতার ভিড় ছিল বেশ।  গতকাল বিকেলে বইমেলা শুরুর পর থেকেই মেলার উভয় অংশে ক্রেতা দর্শকের ঢল নামে। ২১শে ফেব্র“য়ারি বইমেলা জনসমুদ্রে রূপ নিয়েছিল। কিন্তু ভীড়ের চোটে বইকেনার সুযোগ পাননি অনেকে। তাদের মধ্যে কেউ কেউ গতকালও বইমেলায় এসেছিলেন। অপেক্ষাকৃত ভীড় কম থাকায় স্টলে স্টলে ঘুরে স্বচ্ছন্দে বই কিনেছেন।  প্রকাশকরা বেশ খুশি। একজন প্রকাশক বললেন, মেলায় এখন যারা আসছেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠরাই বই কিনছেন। এবারের বইমেলায় এটিই সবচেয়ে বড় আনন্দের ঘটনা।