Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ঈদ বিনোদনে টিভি আয়োজন: এনটিভি

ঈদের আগের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত মোট সাতদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি।  রয়েছে দুটি সাত পর্বের ধারাবাহিক নাটক, একক নাটক-টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্রসহ ম্যাগাজিন অনুষ্ঠান। 

দুটি ধারাবাহিক

প্রতিদিন সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু প্রেমের গল্প’।  আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।  নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ র“মেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ।  অন্যদিকে প্রতিদিন রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে সাত পর্বের আরেকটি ধারাবাহিক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’।  শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, নওশাবা, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ।  মঈন বন্ধু মাফি’র সাথে কথা বলতে বলতেই ঠিক করে বাংলাদেশে প্রথমবারের মতো রোমান্স কনসালটেন্সি ব্যবসা শুর“ করবে সে।  যেই ভাবা সেই কাজ।  মঈন একটা বিজ্ঞাপন ছেড়ে দেয় ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’।  সে ভেবেছিল সাড়া পাবে না।  কিন্তু পরের দিনই দুইটি ছেলে আর একটি মেয়ে যোগাযোগ করে তাদের সাথে।  নেমে পড়ে তারা ৭ দিনের মিশনে।  নানান ঘটনায় গল্প এগুতে থাকে।

গানওয়ালা

জীবনের প্রতি নিরাসক্ত রাস্তায় গান গেয়ে বেড়ানো এক তর“ণ, রাতে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে আত্মহত্যা করবে বলে।  একটা গাড়ি অনেক¶ণ ধরে হর্ণ দিয়ে যখন তাকে সরাতে ব্যর্থ হয়, তখন গাড়ির ভেতরে থাকা তর“ণী ড্রাইভারকে নির্দেশ দেয় ছেলেটিকে কাছে আনতে।  এক পর্যায়ে মেয়েটি জানতে পারে তর“ণটির উদ্দেশ্য।  ঘটতে থাকে একের পর এক ঘটনা।  এমনি গল্পের নাটক গানওয়ালা।  এজাজ মুন্না’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রাহুল আনন্দ, তারিন জাহান, শ্যামল মওলা, খালিকুজ্জামান, ওয়াসিম খান প্রমুখ।  প্রচার হবে ঈদের দিন রাত ৮.১০ মিনিটে।

চক্র

chokro-(3)বিশ্বজুড়ে নারী ও শিশু পাচারের মাত্রা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।  দ¶িণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ নারী ও শিশু পাচারের একটি উৎস এবং ট্রানজিট রাষ্ট্র হিসেবে পরিচিত।  প্রতিদিন এদেশ থেকে উলে­খযোগ্য সংখ্যক নারী ও শিশু সীমান্ত দিয়ে অথবা বিমানযোগে পাচার হচ্ছে।  এমনই এক রূদ্ধর্শ্বাস লড়াইয়ের কাহিনি উঠে এসেছে ওয়াহিদ আনাম এর রচনা ও পরিচালনায় নির্মিত ‘চক্র’ টেলিফিল্মে।   যা ঈদের ৩য় দিন দুপুর ২.৩০মিনিটে এনটিভিতে প্রচার হবে।  ওয়াহিদ আনামের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, অর্চিতা স্পর্শিয়া, শতাব্দী ওয়াদুদ, মিশু সাব্বির, শম্পা হাসনাঈন, চাষী আলম, গোলাম রাব্বানী মিন্টু, রাশেদ মামুন অপু প্রমুখ।

তুমি আমাকে বলনি

সোহেল ও অহনার সদ্য বিয়ে হয়েছে।  একে অন্যের কাছে প্রমিস করে যে কেউ কারো কাছে কোন কথা লুকবে না।  সোহেল জানায় বিয়ের আগে তার অন্য এক মেয়ের সাথে প্রেম ছিল।  কিন্তু এখন সে অহনাকে ছাড়া আর কিছু ভাবে না।  এই কথা শুনে অহনা এর পর থেকে সব কাজেই সোহেলকে প্রশ্ন করতে থাকে।  সোহেলের সব কাজে তার একটাই অভিযোগ, এটা কবে হলো, তুমি তো আমাকে বলনি।  সোহেল বুঝেই পায় না, অহনাকে কোন কথাটা বলবে আর কোন কথাটা বলবে না।  এমনি গল্পের নাটক ‘তুমি আমাকে বলনি’।  মার“ফ রেহমানের রচনায় এটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ।  অভিনয় করেছেন নোবেল এবং অপি করিম।

দি ব্রিফকেস

রাত তিনটা।  দুর্ঘটনাকবলিত একটি কার পড়ে আছে হাইওয়ের পাশে।  আশেপাশে ঝাড় জঙ্গল।  যাত্রী দু’জনই মৃত।  তখনও বেজে চলছে গাড়ির এফএম রেডিওটি।  পথ দিয়েই ফিরছিল যুবক রায়হান।  ঘটনার ভয়াবহতা দেখে সে ঘাবড়ে যায়।  গাড়ির ভেতর থেকে বেজে ওঠে একটা ফোন।  ফোনটি খুঁজতে গিয়ে ওর চোখে পড়ে, একটা মৃতদেহের বুকের নিচে চাপা পড়ে আছে একটা ব্যাগ।  চেইন খুলে দেখে ব্যাগ ভর্তি টাকা।  এমনি গল্পের টেলিফিল্ম ‘দি ব্রিফকেস’।  লতিফুল ইসলাম শিবলীর রচনায় এটি পরিচালনা করেছেন সানি চেধুরী।

বালি

বিশেষ দিনের লাইফ মিউজিক শো সাদা মনের গান, এবছর এইচ চ্যানেল বাংলাদেশের বিখ্যাত সংগীতশিল্পী নীল চৌধুরীকে লাইভ মিউজিক শোতে গান গাওয়ার জন্য অনুরোধ জানায়।  অনুষ্ঠানের ধরন নীল চৌধুরীর পছন্দ হওয়ায় দীর্ঘ ১২ বছর পর ক্যামেরার সামনে লাইভ শো-তে গান গেতে রাজি হয়! এদিকে এই নিউজ প্রচার হয় সারাদেশে।  সবার অপে¶া কখন দেখতে পাবে সব বয়সের মন প্রেমিক গুণি সংগীত শিল্পী নীল চেীধুরীকে, অপে¶ার বাঁধ ভেঙ্গে পর্দা নামলো লাইভ শো সাদা মনের গান অনুষ্ঠানে দেখা যায় নীল চৌধুরীকে।  এরপরই ঘটতে থাকে অন্যরকম ঘটনা।  এমনি গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম বালি।  সুমন ধরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী আগুন ও সাদিয়া ইসলাম মৌ।

এক বিকেলের সুখ দুঃখ

রেবা টেনিস খেলোয়াড়।  প্রতিদিন সে প্র্যাকটিস করতে মাঠে আসে।  শহীদ নামের একটি ছেলে তাকে অনেক পছন্দ করে।  সে প্রতিদিন তাকে দেখা ও কথা বলার জন্য টেনিস মাঠের বাইরে ফুল ও গিফট নিয়ে অপে¶া করে।  একদিন প্র্যাকটিস শেষ করে রেবা মাঠ থেকে বাহির হয়ে দেখে শহীদ প্রতিদিনের মত ফুল আর গিফট নিয়ে দাড়িয়ে আছে।  তখন সে শহীদের কাছে যায় এবং অন্যরকম এক ঘটনা ঘটে।  এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে এক বিকেলের সুখ-দুঃখ টেলিফিল্মটি।  আনিস চৌধুরীর গল্প অবলম্বনে এটি নাট্যরূপ দিয়েছেন সাগর জাহান।  পরিচালনা করেছেন রতন রিপন।  অভিনয় করেছেন অপি করিম ও সজল।

পেন্ডুলাম

Pendulam-(1)হঠাৎ এলোমেলো হয়ে পড়ল সব।  একাকী জীবনের তিন বছরের মাথায় সাবেক প্রেমিকারা আবার ফিরতে শুর“ করেছে রোদের জীবনে।  হাতেগোনা তিনটি প্রেমই করেছিল সুমন।  তিনটি প্রেমই তিন কারনে ভেঙে যায়।  শেষতক তিনজন প্রেমীকাই আবার তার জীবনে একসাথে ফিরে আসে।  এমনি গল্পের টেলিফিল্ম পেন্ডুলাম।  মাহবুব নীলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, প্রভা, তানজিন তিশা, টয়া ও পিয়া বিপাশা।

প্রেম অথবা দু:স্বপ্নের রাত-দিন

শাফিন ক’দিন ধরেই ল¶্য করছে একজন মানুষ বারবার তার গাড়ির নিচে পড়তে চায়।  লোকটা কেন বারবার তার গাড়ির নিচে পড়তে চায় এটা সে? বুঝে উঠতে পারে না।  একদিন রাতে দুর্ঘটনা ঘটেই যায়।  শাফিন বদর“লকে হাসপাতালে নিলে ডাক্তার তামিম শাফিনকে পরামর্শ দেয় তাকে বাসায় নিয়ে গিয়ে চিকিৎসা করতে।  কারণ ওই লোকের উদ্দেশ্য ছিল শাফিনকে বিপদে ফেলার।  যেহেতু হাসপাতাল পাবলিক পে­স তাই সাংবাদিক পুলিশের একটা ব্যাপার আছে।  শাফিন বাধ্য হয়ে তাকে বাসায় নিয়ে যায়।  এভাবে এগুতে থাকে ‘প্রেম অথবা দু:স্বপ্নের রাত-দিন’।  তুহিন হোসেনর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পূর্ণিমা ও ইরেশ যাকের।