Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

টিভিতে নিজেকে বেশী বেশী দেখানো মানে দর্শককে বিরক্ত করা -মাহফুজ আহমেদ

কোরবানি ঈদের জন্য দুটি নাটক নির্মাণের পরিকল্পনা নিয়েছেন অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদ। এছাড়াও কয়েকটি নতুন নাটকে অভিনয় করছেন বলে জানান তিনি। অভিনয় ও সমসাময়িক বিষয় নিয়ে কথা হল তার সাথে-

আনন্দ আলো: কোরবানি ঈদের জন্য কি নির্মাণ করছেন?

মাহফুজ আহমেদ: এবার ঈদের জন্য ‘তুমি আমাকে বলোনি’ এবং ‘সেল নম্বর ৫১১’ নামে দুটি নাটক নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। ‘তুমি আমাকে বলোনি’ নাটকে অপি করিম ও নোবেল অভিনয় করবে। এটি এনটিভিতে প্রচার হবে। অন্যদিকে ‘সেল নম্বর ৫১১’ নাটকে আফরান নিশো ও তিশা অভিনয় করবে। এটি চ্যানেল আইতে প্রচার হবে। আনন্দ আলো: আপনার অভিনীত নাটক কী ঈদে প্রচার হবে না? মাহফুজ আহমেদ: বদরুল আনাম সৌদের রচনায় ও আরিফ খানের পরিচালনায় ‘আমার বেলা যে যায়’ নামে একটি টেলিফিল্মে কাজ করেছি। আমার বিপরীতে রয়েছেন পূর্ণিমা। হাতে কিছু স্ক্রিপ্ট আছে। সবকিছু ঠিক থাকলে আরো কিছু কাজ করা হবে।  আনন্দ আলো: আপনাকে আগের চেয়ে নাটকে কম দেখা যাচ্ছে… মাহফুজ আহমেদ: একটা সময় শুধু অভিনয়-ই করতাম। এখন আর সেটা হচ্ছে না। ফিল্ম নিয়ে মাঝে বেশ ব্যস্ত ছিলাম। নিজের প্রযোজনা হাউজ রয়েছে। পরিচালনাও করছি। সব মিলিয়ে আগের মতো চাইলেই অভিনয় করতে পারি না। তাছাড়া বেশি বেশি টিভিতে নিজেকে দেখানো মানে দর্শককে বিরক্ত করা। আমি সেটা করতে চাই না। আমি একটু ভেবেচিন্তে ভালো কাজগুলো করার চেষ্টা করছি। আনন্দ আলো: চ্যানেল আইতে আপনার অভিনীত ‘একজন মায়াবতী’ ধারাবাহিক প্রচার হচ্ছে… মাহফুজ আহমেদ: এটা হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন মাজহারুল ইসলাম। কাজটি করতে পেরে আমার ভালো লেগেছে। দর্শকদের কাছে থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি। এ ছাড়া বর্তমানে নতুন কোনো ধারাবাহিকে কাজ করছি না। আনন্দ আলো: নতুন কোনো চলচ্চিত্র… মাহফুজ আহমেদ: এ বছর নতুন কোনো চলচ্চিত্র নিয়ে ভাবছি না। আগামী বছর নতুন চলচ্চিত্রে হাত দেব। চলচ্চিত্রের বিষয়ে একটু সময় নিয়ে গুছিয়ে করতে চাই। বিনোদনমূলক ছবি বানাতে চাই। যার বাজেট হবে ১ কোটি টাকা।’