Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এসিআই ফান কেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৮ প্রদান

মোহাম্মদ তারেক:

গত ২০ মার্চ চ্যানেল আই-এর স্টুডিওতে শিশুসাহিত্যিকদের মিলনমেলা বসেছিল। উপলক্ষ ছিল এসিআই ফান কেক আনন্দ আলো শিশুসাহিত্যি পুরস্কার প্রদান অনুষ্ঠান। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত সেরা শিশুতোষ বইগুলো থেকে এবারও এসিআই ফান কেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার দেয়া হয় দেশের চারজন শিশুসাহিত্যিককে।

কথা প্রকাশ থেকে প্রকাশিত ‘আধি ভৌতিক’ গল্পের বইয়ের জন্য জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, পাঞ্জেরী থেকে প্রকাশিত ‘স্পাই’ গ্রন্থের জন্য অরুণ কুমার বিশ্বাস, অ্যার্ডন পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘পরীদের নাচের টিচার’ গল্প গ্রন্থের জন্য দন্ত্যস রওশন, ডাংগুলি থেকে প্রকাশিত ‘সমুদ্রে ভয়ঙ্কর’ গ্রন্থের জন্য দীপু মাহমুদ এ পুরস্কার পেয়েছেন। পুরস্কারের মূল্যবান প্রতিটি ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত এই গুণী লেখকদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, এসিআই ফুডস লিমিটেড-এর বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন। আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিশুদেরকে দেশাত্ববোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আরও বেশি শিশুতোষ সাহিত্য রচনার জন্য দেশের সকল কবি সাহিত্যিকের প্রতি আহŸান জানানো হয়। আনন্দমুখর এই অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মৌসুমী বড়–য়া। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।