Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ইয়ং লিডার্স প্রোগ্রাম আনন্দ মুখর পরিবেশে লোগো উন্মোচন

তারুণ্যই শক্তি। মেধাবী তরুণ-তরুণীরাই দেশের ভবিষ্যৎ। এই ভাবনাকে গুরুত্ব দিয়ে গত ৩ বছর ধরে চ্যানেল আইতে ‘ইয়ং লিডার্স প্রোগ্রাম’ নামে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কার্যক্রম অব্যাহত রয়েছে। বিগত ৩ বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানটি শুরু হয়েছে আরও ব্যাপক পরিসরে, মহা আয়োজনের মধ্য দিয়ে। ১৫ সেপ্টেম্বর হোটেল ওয়েস্টিনে এই অনুষ্ঠানের চতুর্থ পর্বের লোগো উন্মোচন করা হয়। বাণিজ্যমন্ত্রী ylp-logoতোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি একেএম নরুন্নবী, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল হাসান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল মুক্তাদির, বিচারক তাসলিম আহমেদ, প্রকল্প প্রধান ফারজানা ব্রাউনিয়া প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এবার অনুষ্ঠানটিতে চ্যানেল আই-এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিগত বছরগুলোর মতো এবারও অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত আছে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রসৱুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

ylp-abdul-muktadirআজ থেকে ৩ বছর আগে চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর দেশের শিক্ষা ক্ষেত্রে মেধাবী তরুণ-তরুণীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে অনুষ্ঠানটির পরিকল্পনা করেছিলেন। ৩ বছরে এই অনুষ্ঠানের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০জন মেধাবী শিক্ষার্থীকে পৃথিবীর বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্কলারশীপের ব্যবস্থা করে দেয়া হয়। এবারও এই কর্মসূচিতে দেশের বিশ্ববিদ্যালয় সমূহ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা মেধাবী শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। আগ্রহীরা ষষষ.হফযডদধ.ডমব এই ঠিকানায় ২৫ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সম্পর্কিত