Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমার বাবুটা আমার সোনাটা…

আপনি কি জানেন, আপনার আদরের সনৱান প্রতিদিন কোথায় যায়? কার সাথে মিশে? তার বন্ধু কারা? হয়তো জানেন, হয়তো জানেন না। যারা জানেন যারা জানেন না তাদের সবার প্রতি আমাদের আনৱরিক পরামর্শ এখন থেকে আদরের সনৱানকে চোখে-চোখে রাখুন। সনৱান একটু বড় হয়ে গেলেই স্বাধীনভাবে চলাফেরা করতে চায়। বিশেষ করে স্কুল পেরিয়ে কলেজে ঢুকলেই নিজেকে ভাবে অনেক স্বাধীন। তার এই স্বাধীন ভাবনায় হসৱক্ষেপ না করাই ভালো। তাই বলে সনৱানকে একে বারেই স্বাধীনভাবে ছেড়ে দিবেন না। তার পিছনে পিছনে না ঘুরেও চোখে-চোখে রাখা যায়। যেমন আপনার সনৱানের বন্ধু কারা, সে কার সাথে মিশে? সে নিয়মিত কোথায় যাওয়া আসা করে এব্যাপারে সতর্ক করা পরিবারেরই দায়িত্ব। হয়তো দেখলেন প্রিয় সনৱানের মতিগতি হঠাৎ করেই পাল্টে গেছে। তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। কোন কারণ ছাড়াই হঠাৎ করে বাসা থেকে উধাও হয়ে যায়। নিজেকে আড়াল করে রাখা অর্থাৎ নিজেকে অন্যের কাছে লুকাতে চাচ্ছে, হঠাৎ হঠাৎ মিথ্যা কথা বলছে, গুরুজনদের মানছে না। তখন বুঝবেন কিছু একটা সমস্যা হচ্ছে। এই ধরনের সমস্যার সৃষ্টি হলে সনৱানের সাথে বন্ধুর মতো আচরণ করুন। তার সমস্যা খুঁজে বের করে সমাধানের চেষ্টা করুন। মনে রাখবেন আপনার অসহযোগিতার কারণেও প্রিয় সনৱান ভুল পথে পা বাড়াতে পারে। কাজেই সাবধান। সনৱানকে চোখে চোখে রাখুন…

মডেল: অভি, প্রিয়া আমান, জান্নাত পুষ্পিতা ও তানভীর