Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

অভিন্ন স্বপ্নে একদল ছবিওয়ালা

একেবারেই তরুণ বয়স। কেউ কেউ টিভি নাটকে কাজ করতে শুরু করেছিলেন। তবে স্বপ্ন একটাই বড় পর্দার ছবি নির্মাণের। ছবিওয়ালার এই তরুণ তুর্কিদের নিয়ে আনন্দ আলোয় প্রকাশ হয়েছিল বিশেষ প্রতিবেদন- অভিন্ন স্বপ্নে একদল ছবিওয়ালা। রাজিব আহমেদ, আশফাক নিপুণ, কচি খন্দকার, রুমেল, আশুতোষ সুজন, শরীফ আহমেদ জীবন, মাহমুদুল ইসলাম রনি, ইফতেখার আহমেদ ফহমি, রেদওয়ান রনি, সফিকুজ্জামান দীপক, মুহাম্মদ মোস্তফা কামাল, আশীক এন্তাজ রবি ও দিলশাদ শিমলকে নিয়ে আনন্দ আলোয় প্রকাশ হয়েছিল একটি এক্সক্লুসিভ প্রতিবেদন। মূলত গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে এরা সবাই মিডিয়ায় যাত্রা শুরু করে। কেউ ফুচকা খেতে গিয়ে, কেউ কেউ ফোনে কথা বলতে বলতে যুক্ত হয়েছে ছবিওয়ালা। কেউ আবার ই-মেইলে যোগাযোগ করতো ফারুকীর সঙ্গে। আবার কেউ সশরীরে হাজির হয়ে ফারুকীর কাছে নিজের প্রকাশ করতো- ভাই ছবি বানাবো… ফারুকীই এদের সবাইকে একত্র করে গড়ে তোলেন ছবিওয়ালা নামের একটি প্লাটফরম। আনন্দ আলো সেদিন এই তুর্কি তরুণদের পাশে ছিল। ভাবতে ভালো লাগে আজ ওরা সবাই আমাদের শোবিজ অঙ্গনে মোটামুটি প্রতিষ্ঠিত। আনন্দ আলো তাদের পাশে ছিল ভাবতেই আনন্দ হচ্ছে।