Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

টিভি চ্যানেলে বইমেলার যতো আয়োজন

সৈয়দ ইকবাল:  বিটিভিতে ‘ক্যাব্রিয়ান বিটিভি বইমেলা সরাসরি’ শিরোনামের অনুষ্ঠান প্রচার হবে। এতে নতুন বইয়ের খবরা-খবরের পাশাপাশি থাকবে লেখক-প্রকাশক এবং পাঠকদের সাক্ষাৎকার। আলী ইমামের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬.১০ মিনিট থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার হবে।  এটিএন বাংলায় ‘একুশে বইমেলা’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রচার হবে। এতে নিয়মিতভাবে নতুন বইয়ের পরিচিতি তুলে ধরার পাশাপাশি মেলায় আসা নতুন বই ছাড়াও লেখক ও প্রকাশক পরিচিতি, মেলা প্রাঙ্গণে উপস্থিত দর্শকদের কথাও তুলে ধরা হবে। ফেরদৌস আরা বন্যার উপস্থাপনা এবং সেলিম দৌলা খান এর পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে প্রতি সোমবার বিকেল ৩.৪৫ মিনিটে। প্রতিবারের মতো এবছরও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশের বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বইমেলা সরাসরি সম্প্রচারের এই উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে এবারও রয়েছে আইএফআইসি ব্যাংক। অন্যবারের চেয়ে এবারের বইমেলা টেলিভিশনের পর্দায় উপস্থাপনে আনা হয়েছে নতুনত্ব। থাকবে আবৃত্তি নতুন বই পরিচিতি, লেখক ও পর্যটকদের সাক্ষাৎকার। আমীরুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ছড়াকার লুৎফর রহমান রিটন। অনুষ্ঠানে গ্রন্থ পরিচিতি তুলে ধরবেন আহমাদ মাযহার। মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি প্রতিদিন সরাসরি সম্প্র্রচার করা হবে বিকেল ৫.৩০ মিনিটে। শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে সম্প্রচার হবে।  ‘প্রতিদিনের বইমেলা’ সরাসরি সম্প্রচার করবে বাংলাভিশন। এই অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টের মধ্যে থাকবে- নতুন বইয়ের তথ্য, প্রকাশকের কথা, নতুন ও বিশিষ্ট লেখকদের সাক্ষাৎকার, মেলায় আসা বিশিষ্টজনের সাথে কথোপকথন, ভাষা সৈনিকদের সাথে স্মৃতিচারণ, মেলায় আসা প্রবাসীদের অনুভূতি এবং মেলার বিভিন্ন খবরাখবর। মামুন খান ও জাহেদ নবীর প্রযোজনা এবং মাহিদুল ইসলাম-এর উপস্থাপনায় ‘প্রতিদিনের বইমেলা’ বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে ২ ফেব্র“য়ারি থেকে প্রতিদিন বিকেল ৫.২০ মিনিটে।  বৈশাখী টেলিভিশনে ‘প্রাণের মেলা’ শিরোনামে সরাসরি অনুষ্ঠান প্রচার করবে। পলাশ মাহবুবের প্রযোজনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটিতে একজন অতিথি থাকবেন এবং মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে মেলার নানান বিষয় দর্শকদের সামনে তুলে ধরা হবে। অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল ৫.২০ মিনিটে প্রচার হবে।  এনটিভিতে প্রচার হবে ‘বই বসন্তে’ শিরোনামের অনুষ্ঠান। আলফ্রেড খোকনের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল­াহ সাইফ এবং গবেষণায় তাপস রায়। মেলায় আসা নতুন বইয়ের খবরা-খবর, লেখক ও প্রকাশকদের সাক্ষাৎকার থাকবে এই অনুষ্ঠানে। এছাড়া মেলা প্রাঙ্গনের বিভিন্ন খবর তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।  দেশটিভিতে প্রচার হবে ‘ফাগুনের মলাট’ শিরোনামের অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে বাংলা ভাষা, বাংলাভাষার লেখক এবং চিরায়ত বাংলা বইগুলো নতুন পাঠকদের সামনে উপস্থাপন করা হবে যেনো নতুন বইয়ের পাশাপাশি মানসস্পন্ন বই সহজে খুঁজে পান বইপ্রেমীরা। সুমনা সিদ্দিকী-এর প্রযোজনায় এবং লাবণ্য-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায়।  সংবাদবিত্তিক চ্যানেল একাত্তর টেলিভিশনে প্রতিদিন ৫.৩০ মিনিটে ৩০ মিনিটের একটি লাইভ প্রোগ্রাম প্রচার করা হবে। যেখানে প্রতিদিন মেলার খুটিনাটি নানান বিষয় তুলে ধরা হবে। এছাড়াও মেলায় আসা বিশিষ্টজনদের সাথে কথোপকথনও অনুষ্ঠানটিতে প্রচার করা হবে। অনুষ্ঠানটি গ্রন্থনা করছেন সুজন কবীর ও উপস্থাপনায় পার্থ সঞ্জয়। এছাড়াও চ্যানেলটির সন্ধ্যা ৬ টা ও ৭টার সংবাদ সংযোগ চলাকালীন বইমেলা নিয়ে সরাসরি রিপোর্ট থাকবে।   সময় টেলিভিশন প্রতিদিন মেলা থেকে সরাসরি অনুষ্ঠান প্রচার করবে। এজন্য মেলা মাঠে রয়েছে চ্যানেলটির বার্তা প্রধান তুষার আব্দুল­াহর নেতৃত্বে একটি টিম। অনুষ্ঠানে প্রতিদিন মেলায় আসা নতুন বই সহ লেখক-পাঠক ও প্রকাশকদের মন্তব্য তুলে ধরা হবে। এটি প্রতিদিন ৫.৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত চলবে। আর শুক্র ও শনিবার বেলা ১১.৩০ মিনিটে সরাসরি অনুষ্ঠানটি প্রচার হবে। এ ছাড়াও চ্যানেল টুয়েন্টিফোর, এটিএন নিউজ, ইন্ডিপেনডেন্ট টিভিসহ বিভিন্ন চ্যানেল বইমেলা নিয়ে বিশেষ রিপোর্ট  প্রচার করবে।