Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সেবা নিয়ে প্রস্তুত তথ্যকেন্দ্র

মেলার কোন স্টল কোথায়, মোড়ক উন্মোচনের খবর, নতুন বইয়ের খবরসহ দর্শনার্থীদের সব ধরনের সেবা দিতে প্রস্তুত রয়েছে তথ্যকেন্দ্র। মেলায় প্রতিদিনকার আপডেট ও মূলমঞ্চের আয়োজন সম্পর্কে এই তথ্যকেন্দ্র থেকেই পাওয়া যায়। এজন্য মেলার একাডেমি অংশে বর্ধমান হাউজের বেধিতে এবং সোহ্রাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখের বাম পাশে রয়েছে আরেকটি তথ্যকেন্দ্র। তথ্যকেন্দ্র দুটিতে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির বেশ কয়েকজন কর্মী। যারা মেলামাঠে আগত দর্শনার্থীদের বিভিন্ন তথ্যসেবা দিয়ে থাকেন। এছাড়াও মেলার সকল ধরনের তথ্য মাইক যোগে জানিয়ে দেওয়া হয় তথ্যকেন্দ্র থেকে। মেলার একাডেমি অংশে বাংলা একাডেমির উপপরিচালক ড. সরকার আমিন-এর নেতৃত্বে প্রায় ২২ জনের একটি টিম কাজ করছেন। যাদের মধ্যে রয়েছেন অদিতি ফাল্গুনী গায়েন, রোকসানা পারভীন, ইসরাত জাহান পপী, রুমানা আহমেদ সোমা, আসাদ আহমেদ, আবিদ করিম, রাফিয়া সুলতানা, মনিরুজ্জামান, জাহিদুল হক, শ্যামল কুমার ও জাবেদ হোসেন সহ অনেকে। আর সোহরাওয়ার্দী উদ্যান অংশে একাডেমির উপপরিচালক অনু হোসেনের নেতৃত্বে একটি টিম কাজ করছে।