Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সেই বই পোর্টালে শাইখ সিরাজের বই

বাংলাদেশের কৃষি সাংবাদিকতার পথিকৃৎ, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের লেখা ১০টি বই পাওয়া যাচ্ছে দেশের বৃহৎ ই-বুক পোর্টাল ‘সেই বই’-এ। গতকাল বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই ভবনে শাইখ সিরাজ ও ‘সেই বই’ এর ব্যবস্থাপক নাবিল উদ দৌলাহয়ের মধ্যে এব্যাপারে এক চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী শাইখ সিরাজের লেখা বইগুলো আপলোড করা হবে ‘সেই বই’ পোর্টালে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে পাঠক সেসব বই ডাউনলোড করতে পারবেন।
ওই চুক্তি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘কৃষি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই অভিজ্ঞতার আলোকে বইগুলো লিখেছি। দেশের নানান প্রান্ত থেকে কৃষি ও সাংবাদিকতায় আগ্রহীরা আমার বই পড়েন। দেশের বাইরে বই পৌঁছানোর সহজ কোন মাধ্যম ছিল না বলে অনেকেই বঞ্চিত হতেন। সেই বইয়ের মাধ্যমে বিশ্বের নানা প্রান্ত থেকে খুব সহজেই আমার লেখা বইগুলো পাওয়া যাবে। পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার পদ্ধতিটি আমার খুবই পছন্দ হয়েছে। এই উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য।’ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহীন, চ্যানেল আই অনলাইনের মাল্টিমিডিয়া সম্পাদক তৌফিক আহমেদ ও হৃদয়ে মাটি ও মানুষের গবেষক ও স্টাফ করেসপনডেন্ট জহির মুন্না। মাটি ও মানুষের চাষাবাস, মাটির কাছে মানুষের কাছে, কৃষি ও গণমাধ্যম, কৃষি বাজেট কৃষকের বাজেট, আমার স্বপ্নে কৃষিসহ বেশ কিছু কৃষিনির্ভর বই লিখেছেন শাইখ সিরাজ।