Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

শ্রোতারা যা চাচ্ছে তা পাচ্ছে না এসডি রুবেল

জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল ব্যস্ত রয়েছেন অডিও অ্যালবামের গান নিয়ে। এছাড়া স্টেজ প্রোগ্রাম করে যাচ্ছেন নিয়মিত। সাম্প্রতিক সময়ে তার ব্যস্ততা নিয়ে কথা হয় আনন্দ আলোর সঙ্গে।

আনন্দ আলো: বর্তমান সময়ে আপনার ব্যস্ততা কী নিয়ে?

এসডি রুবেল: গান নিয়েই শুধু ব্যস্ততা। বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ শো করছি। অডিও অ্যালবামের কাজ করছি। এছাড়া দেশে বিদেশে স্টেজ শো করে যাচ্ছি নিয়মিত।

আনন্দ আলো: আপনার নতুন অ্যালবামের কী খবর?

এসডি রুবেল: আমার নতুন একক অ্যালবামের কাজ চলছে। একটু সময় নিয়েই অ্যালবামের কাজটা করছি। অ্যালবামের সব গানের সুর সঙ্গীতায়োজন আমি নিজেই করছি। বরাবরের মতো ভিন্ন স্বাদের কিছু গান করছি এখানে। খুব শিগগিরই অ্যালবামটি ডিজিটালি প্রকাশ করব।

আনন্দ আলো: এই সময়ে সঙ্গীতাঙ্গনের অবস্থা কেমন মনে হচ্ছে আপনার?

এসডি রুবেল: এখন প্রচুর গান হচ্ছে কিন্তু শ্রোতাপ্রিয়তা পাচ্ছে না। তরুণরা ভালো কাজ করছে। কিন্তু সব গানই প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। শ্রোতারা যেটা চাচ্ছে, সেটা পাচ্ছে না। এটাই গান হিট না হওয়ার সবচেয়ে বড় কারণ।

আনন্দ আলো: এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী?

এসডি রুবেল: নিজেদের সম্পর্কে সচেতন হতে হবে। মিউজিক সম্পর্কে সচেতন হতে হবে। গানে ভ্যারিয়েশন রাখতে হবে। অডিও ইন্ডাস্ট্রির উন্নয়নের পাশাপাশি সরকারি উদ্যোগ ও শিল্পীদের সম্মিলিত প্রয়াসটাও দরকার।