Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

লেখালেখির জন্য নারীদেরও অফুরন্ত সময় দেয়া প্রয়োজন

মাহফুজা আফজাল মিনি

mahfuja-afzal-miniমাহফুজা আফজাল মিনি লেখালেখির সঙ্গে যুক্ত ২০০৯ সাল থেকে। ওই বছর ‘ত্রিমাত্রিক’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ হয় তার। এ পর্যন্ত মিনির মোট ৭টি বই প্রকাশ হয়েছে। এবারের মেলায় তার ‘ভালোবাসার অনেক রং’ প্রকাশ হয়েছে নন্দিতা প্রকাশ থেকে। মিনি শুধু লেখকই নন তিনি একজন রন্ধনশিল্পীও। তার লেখা রান্না বিষয়ক বই ‘বাঙ্গালি নারীর সহজ রান্না’ প্রকাশ হয়েছে।  মিনি বলেন, আমি বসবাস করি সদূর পঞ্চগড়ে। প্রতি বছর বইমেলা শুরু হলে আমার মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরী হয় কখন বইমেলায় যাবো কখন বইয়ের ঘ্রান নিব। এবার মেলার প্রথম সপ্তাহেই চলে এসেছি। আমার পরিবারের অনেক সহযোগিতা পাই লেখালেখিতে। সংসারের দায়িত্ব পালন করার পর যতটুকু সময় পাই ততটুকু সময় লেখালেখি করি। যদি অফুরন্ত সময় পেতাম তাহলে লেখালেখিতে অনেক ভালো করতে পারতাম। আমাদের দেশে অনেক নারী লেখক আছেন যারা সংসার বা কর্মজীবী হওয়ার কারণে পুরুষের সঙ্গে পাল­া দিয়ে সাহিত্যচর্চা করতে পারেন না। যদি তাদের লেখালেখির সুযোগ করে দেয়া যায় তাহলে অনেক নারী লেখক হিসেবে খ্যাতিমান হয়ে উঠবেন।

সম্পর্কিত

এ কেমন মুখের ভাষা

মেলা থেকে বলছি…

যাঁরা একুশে পদক পেলেন