Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫। কে পাবে সেরার মুকুট!

ম্যাঙ্গোলী চ্যানেল আই এর উদ্যোগে শুরু হয়েছে নৃত্যশিল্পী প্রতিভা অন্বেষণে দেশের একমাত্র ড্যান্স রিয়েলিটি শো ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫ সিজন থ্রি। দেশের সাতটি বিভাগ থেকে প্রাথমিক অডিশনে অংশ নেয় প্রায় ৪৫ হাজার প্রতিযোগী। সেখান থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে মোট ২৪৫ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয় কর্মশালার জন্য। ঢাকায় অনুষ্ঠিত ৩ দিনের কর্মশালায় এই ২৪৫ জন প্রতিযোগী প্রশিক্ষণ নেন দেশবরেণ্য গুণী নৃত্য গুরুদের কাছ থেকে। কর্মশালা শেষে ‘গ্র্যাণ্ড অডিশন’ এর জন্য নির্বাচিত হয় ১০০ জন প্রতিযোগী। ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫ এর প্রধান বিচারক মুনমুন আহমেদ, ফেরদৌস আহমেদ ও মেহের আফরোজ শাওন এর উপস্থিতে শুরু হয় গ্র্যান্ড অডিশন। গ্র্যান্ড অডিশন শেষে মোট ৩৪ জন প্রতিযোগী  নিয়ে শুরু হয় মূলপর্ব। মূলপর্বে প্রধান তিন বিচারকের সাথে অতিথি বিচারকের আসন অলংকৃত করেন দেশবরেণ্য নৃত্য শিল্পীরা। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে মোট ২৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় ক্যাম্প রাউন্ড। ক্যাম্প রাউন্ড শেষে এখন আছে ১৫ জন প্রতিযোগী। সেরা ১৫ জন প্রতিযোগী হলেন- সিনথিয়া, শোভা, হৃদি, অনত্মর, লোটাস, অর্পূব, মিতি, সুমাইয়া, সুমী, রিয়া, প্রাপ্তি, দোলা, ইচ্ছা, অথই ও আলিফ। নিজেদের প্রতিভার গুণে হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তারা আজ সেরা ১৫তে এসে দাঁড়িয়েছে। এই ১৫ প্রতিযোগী সেমিফাইনাল রাউন্ডে লড়ছে ম্যাঙ্গোলী চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫ সিজন থ্রি এর মুকুটটির জন্য। এক বিকালে আনন্দ আলোর আড্ডায় মেতে ওঠে আগামী দিনের নৃত্যশিল্পীরা। লিখেছেন মোহাম্মদ তারেক।

আনন্দ আলো: ম্যাঙ্গোলী চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫ সিজন থ্রি প্রতিযোগিতায় সেরা ১৫তে আছেন। আপনার অনুভূতি কেমন?

লোটাস: ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫ এই কঠিন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সেরা ১৫তে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তবে সেরা পনেরতে এসে আনন্দের পাশাপাশি টেনশনও কাজ করছে।

অথই: সেরা ১৫ তে আসতে পেরে আমি অনেক খুশি। খুব কষ্ট করে এতদূর আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে।

দোলা: ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫ সিজন থ্রিতে সেরা ১৫-এ থাকতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের, অনেক আনন্দের।

প্রাপ্তি: অনেক ভালো লাগছে সেরা পনেরতে আসতে পেরে। মনে হচ্ছে জীবনের সফলতা আমি এখানেই পেয়ে গেছি।

আলিফ: কোনো স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হয়। আর সেই কঠোর পরিশ্রমের মাধ্যমে যখন সেই স্বপ্ন পূরণ হয় তখন সেই স্বপ্ন পূরণের যে অনুভূতি সেটা অবশ্যই পৃথিবীর সব আনন্দের চাইতে বেশি। সেরা নাচিয়ে হওয়া আমার স্বপ্ন। সেরা ১৫তে আসা অবশ্যই এই স্বপ্ন পূরণের ৩য় ধাপ।

রিয়া: সেরা ১৫-তে আসার স্বপ্ন সবার থাকে। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি ১৫ থেকে ধীরে ধীরে এগিয়ে যেতে চাই শীর্ষস্থানে।

ইচ্ছা: সেরা ১৫-এ আসার পর আমার মনে হলো আমি আমার স্বপ্নের এক ধাপ এগিয়ে গেলাম। মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে, যখন এত হাজার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে টিকে সেরা ১৫-এ এসেছি।

হৃদি: ম্যাঙ্গোলী চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতা নৃত্য শিল্পীদের জন্য একটা বড় প্লাটফর্ম। আমি রাশিয়া থেকে এসে এ প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

শোভা: সেরা ১৫ হওয়ার একটা স্বপ্ন ছিল। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সেটা পূরণ হবে। তবে এখন আমি মনে করি আমার দায়িত্বটা আরো বেড়ে গেছে।

সুমি: সেরা ১৫ হওয়ার অনুভূতি অনেক ভালো। কিন্তু টেনশন অনেক বেশি। কারণ সেরা ১৫ হওয়ার সাথে সাথে কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে।

সিনথিয়া: সেরা ১৫তে আসতে পেরে খুবই ভালো লাগছে। ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে দেশের নৃত্যশিল্পীদেরকে প্রতিভা বিকাশের জন্য অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে।

সুমাইয়া: সেরা ১৫ হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

অপূর্ব: খুবই আনন্দ লাগছে। নৃত্যশিল্পীদের জন্য ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতা একটি বড় প্লাটফর্ম।

মিতি: প্রতিযোগিতায় সেরা ১৫ হওয়া এবং নিজেদের প্রতিভা সারা দেশে দেখানো ভাগ্যের ব্যাপারে।

অনত্মর: এই অনুষ্ঠানে একজন প্রতিযোগী হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

আনন্দ আলো: আপনারা প্রত্যেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন। ক্যাম্পে সবাই একসাথে কাজ করছেন। আপনাদের মাঝে বোঝাপড়াটা কেমন?

সুমাইয়া: বোঝাপড়া খুবই ভালো। আমরা সবাই বন্ধু।

রিয়া: এই প্রতিযোগিতায়  সকলের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। সবাই বন্ধুসুলভ।

অপূর্ব: আমরা সবাই ভাইবোনদের মতো মনে করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।

অথই: সবাই একসাথে মিলেমিশে থাকি। সবার সাথে সমঝোতা ভালো।

সিনথিয়া: আমাদের মাঝে বোঝাপড়াটা বেশ ভালো ভাবেই হচ্ছে। সবাই মিলেমিশে কাজ করছি।

সুমি: আমরা কেউ কারো সমস্যাকে ছোট করে দেখিনা। এখানে প্রত্যেকেই আমরা ভাই-বোন।

দোলা: বিভিন্ন জেলার হলেও আমরা সবাই সবার প্রতি সহায়ক। আর নাচটাকে কীভাবে ভালো করা যায় এট নিয়ে সবার সাথে আলোচনা করে থাকি।

লোটাস: ভিন্নজেলা থেকে এলেও আমরা সবাই একে অপরের সাথে থাকি। বিভিন্ন বিষয়ে কথা বলি। আমাদের মাঝে বোঝাপড়াটা খুব ভালো বন্ধুর মতো।

অনত্মর: আমরা সবাই চেষ্টা করি একে অপরকে সাহায্য করতে এবং জানতে।

ইচ্ছা: এখানে যারা এসেছে সবাই ভালো নাচ করে। সমঝোতা বজায় রেখে সবাই কাজ করছে।

আলিফ: আমরা নিজেরা একসাথে সমঝোতা করে চলতে পারি। সে জন্য আমাদেরকে কখনো ঝামেলায় পড়তে হয়নি।

প্রাপ্তি: সমঝোতার মাধ্যমে আমরা একে অন্যকে খুব ভালো করে বুঝতে পারি। এবং একজন অন্যজনকে সাহায্য করি।

মিতি: এখানে সবাই মিলে মিশে কাজ করছি।  আমি যা জানি না তা অন্যজনের কাছ থেকে শেখার চেষ্টা করছি।

শোভা: ভিন্ন জেলা থেকে এলেও আমাদের মাঝে বোঝাপড়া অনেক ভালো। একে অপরকে হেলপ করি।

হৃদি: এই প্রতিযোগিতায় এসে আমার কখনোই মনে হয়নি আমি বাংলাদেশের বাইরে থেকে এসেছি। এখানে সকলের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সবার মধ্যে বোঝাপড়াটা খুবই ভালো। ক্যাম্পে আমরা সবাই বন্ধুর মতো।

আনন্দ আলো: আপনাদের কাছে নাচ কী?

দোলা: আমার কাছে নাচ হলো এক ধরনের সাধনা যা অনুশীলন ছাড়া বিকশিত হয় না।

সুমি: নাচ হচ্ছে একটি সাধনা ও গুরুমূখী বিদ্যা। গুরুকে অসম্মান করে কখনো সফল নৃত্যশিল্পী হওয়া যায় না।

মিতি: নাচ আমার কাছে স্বপ্ন, সাধনা এবং প্রার্থনা।

সিনথিয়া: নাচ হলো বিনোদন। যা সবাই উপভোগ করে। আর এখানে আমার প্রতিভা নাচের মাধ্যমে সবার কাছে ফুটিয়ে তুলতে চাই।

ইচ্ছা: নাচ হচ্ছে আমার কাছে একটি প্রার্থনা। কারণ এটি হচ্ছে আমার জীবনের একটি অংশ।

সুমাইয়া: নাচ আমার কাছে স্বপ্ন, সাধনা ও তপস্যা। তাই স্বপ্ন বা সাধনার পুর্ণরূপ দিতেই সেরা নাচিয়েতে আসা।

অপূর্ব: আমার কাছে নাচ হলো ভাষা প্রকাশের মাধ্যম। এই মাধ্যম দ্বারা শিল্পিত প্রকাশ করা যায়।

শোভা: আমার কাছে নাচ অনেক বড় একটা ক্রিয়েটিভি।

অথই: নাচ হচ্ছে আমার কাছে সাধনা এবং অলংকারের মতো, যেটির মাধ্যমে নিজেকে ফুটিয়ে তোলা হয়।

লোটাস: নাচ আমার প্রাণ। যা ছাড়া চলতে পারি না। নাচের মাধ্যমে বিশ্বের মাঝে আমার দেশকে তুলে ধরতে চাই, আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে চাই।

অনত্মর: নাচ মনের পবিত্রতা ও সুন্দরের একটি অধ্যায়। শরীর সুস্থ রাখে। নাগ আমার জীবনের একটি অংশ।

হৃদি: নাচ আমার কাছে সাধনা। এই সাধনা আমি অনেক আগে থেকেই করে আসছি। এটাকে পূর্ণরূপ দিতেই এখানে এসেছি।

প্রাপ্তি: নাচ আমার জ্ঞান, স্বপ্ন, সাধনা আর ভালোবাসা।

রিয়া: নাচ হচ্ছে আমার কাছে জীবনের একটা অংশ।

আলিফ: নাচ মূলত তালের এবং সুর/যন্ত্রের সঙ্গে অঙ্গভঙ্গি। তবে এটা সাথে মনের প্রশানিত্মর একটা নিবিড় সর্ম্পক রয়েছে। সঠিক সঙ্গভঙ্গির মাধ্যমে কোনো ভাবকে ফুটিয়ে তোলাই নাচ।

আনন্দ আলো: আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

ইচ্ছা: ভবিষ্যতে একজন সফল নৃত্যশিল্পী হতে চাই।

আলিফ: ভবিষ্যতে একজন ভালো নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা আছে।

সুমি: ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল একজন ভালো নৃত্য শিল্পী হওয়ার। আমি সেরা নাচিয়ের মধ্য দিয়ে আমার এ স্বপ্নপূরণ করতে চাই।

অপূর্ব: আমি ভবিষ্যতে একজন বড় নৃত্য শিল্পী হতে চাই। আমার ধ্যানজ্ঞান সব নাচ নিয়ে।

অনত্মর: আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে পড়াশোনার পাশাপাশি নাচ নিয়ে কিছু করা।

লোটাস: ছোটবেলা থেকেই আমার একটাই স্বপ্ন ছিল একজন বড় নৃত্য শিল্পী হওয়া। নৃত্য সম্পর্কিত সবকিছু জেনে এবং শিখে নিজেকে দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে চাই।

হৃদি: আমার ভবিষ্যৎ পরিকল্পনা সেরা নাচিয়ে থেকে ভালো কিছু শিখে যাওয়া। যা আমাকে ভবিষ্যতে একজন বড় শিল্পী হতে সাহায্য করবে।

রিয়া: পড়ালেখার পাশাপাশি ভালো একজন নৃত্যশিল্পী হওয়া।

প্রাপ্তি: একজন বড় নৃত্য শিল্পী ও ডিজাইনার হতে চাই। এবং সর্বপোরি একজন ভালো মানুষ হতে চাই।

সুমাইয়া: প্রথমে আমি একজন ভালো মানুষ হতে চাই। তারপর প্রতিষ্ঠিত একজন নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখি।

দোলা: পড়াশোনার পাশাপাশি নৃত্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

মিতি: নিজেকে একজন প্রতিষ্ঠিত নৃত্য শিল্পী হিসেবে গড়ে তুলতে চাই।

অথই: একজন সফল নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখি।

সিনথিয়া: একজন ভালো নৃত্যশিল্পী হয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সত্মরে নাচের প্রসার ঘটাতে চাই।

শোভা: আমি বাংলাদেশের একজন বড় নৃত্যশিল্পী হিসেবে পরিচিত হতে চাই।