Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলা সুন্দর শুধু বসার জন্য একটুখানি জায়গা চাই!

মামুনুর রহমান
যথার্থ অর্থেই একুশে বইমেলার পরিবেশ এবার বেশ শান্ত, স্নিগ্ধ নান্দনিক তো বটেই। বিশে করে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে পরিবেশ দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। স্টল গুলো সাজানো হয়েছে বেশ খোলামেলা জায়গা জুড়ে। কোনো কোনো স্টলের চারদিকই খোলা। ফলে বই ডিসপ্লে করা অনেক সহজ হয়েছে। পাঠক দেখে শুনে প্রিয় কবি, লেখকের পছন্দের বই কেনার সুযোগ পাচ্ছেন। তবে একটু ঝামেলা শুরু হয়েছে মেলার দর্শনার্থীদের বসার জায়গা নিয়ে। মেলা মানেই তো শুধু ঘুরে বেড়ানো নয়। ঘুরতে ঘুরতে ক্লান্ত শরীর কোথাও বসতে চাইবে। এজন্য বসার জায়গা দরকার। প্রকাশকদের পক্ষ থেকে একাডেমি কর্তৃপক্ষকে এব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছিল। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বলেন, আমরা এব্যাপারে লিখিত ভাবে একাডেমি কর্তৃপক্ষকে জানিয়েছি। অথচ মেলার ৭দিনেও ব্যবস্থা নেওয়া হয়নি। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে একটি ফোয়ারা বসানো হয়েছে। গতকাল সেটি ছিল অচল। কয়েকজন দর্শনার্থী বললেন, মেলার সব কিছুই ভালো। শুধু দরকার একটু খানি বসার জায়গা।