Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলার পরিবেশ এবার চমৎকার

মাধব চন্দ্র দাস, প্রকাশক, ত্রয়ী প্রকাশনী

এবছর মেলার পরিবেশ অন্যান্য বছরের চাইতে একেবারেই ভিন্ন। বইমেলার সাজসজ্জা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সবই সন্তোষজনক। তবে মেলায় মন্দিরের দিকে প্রবেশ গেট করলে ভালো হতো। আরেকটি বিষয় হলো অনেক স্টলের মুখ মেলার সম্মুখদিকে না করে পেছনের দিকে দেয়া হয়েছে। এতে করে পাঠক ঐ স্টলটি না দেখেই চলে যাচ্ছে। যেমন আমার ত্রয়ী প্রকাশনীর স্টলটি মেলার সামনের দিকে পড়লেও এর মুখটা পেছনের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে। এতে করেপাঠক মেলায় প্রবেশ করে স্টলটি না দেখে ভেতরের দিকে চলে যায়। আরেকটি বিষয় হলো মেলায় ছুটির দিনগুলোতে মানুষের ভিড় হলে বেশ ধূলার উপদ্রব হয়। ছুটির দিনে দুপুরে পানি দেয়ারপর বিকেলে তা থাকেনা। কারণ মানুষের ভিড় বেশি থাকে। ফলে দুপুরের পরপরই আরেকবার পানি দেয়া দরকার। আজকে বাংলা একাডেমির বইমেলা যে জায়গায় এসেছে তা আন্তর্জাতিক রূপ নিচ্ছে। তাই ছোটো-খাটো ভুলগুলোকেও উপেক্ষা করে দেখার উপায় নেই। বাঙালির জাতীয় চেতনাও উৎসবের এই মেলাকে নতুন প্রজন্মের সামনে আধুনিকভাবে উপস্থাপন করতে হবে। তবেই নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা যাবে। কেননা বইয়ের এই মাসব্যাপী উৎসবে পাঠকের মেলাও বসে। তাই মেলার পরিবেশ সুন্দর রাখলে পাঠকরা আসার আগ্রহ দেখাবে। এবছর মেলায় আমাদের ত্রয়ী প্রকাশনী থেকে বেশকিছু নতুন বই প্রকাশ হচ্ছে। বইয়ের মধ্যে রয়েছে গল্প উপন্যাস, ছোটগল্প, কাব্যগ্রন্থ, ভ্রমণ কাহিনীসহ বেশ কিছু বিষয়ের বই।

সম্পর্কিত

এ কেমন মুখের ভাষা

মেলা থেকে বলছি…

যাঁরা একুশে পদক পেলেন