Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মূলমঞ্চ: বাংলাদেশে নজরুলচর্চা অতীত থেকে বর্তমান

গতকাল বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে নজরুলচর্চা: অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহীত উল আলম, কবি ও সাংবাদিক হাসান হাফিজ এবং কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন প্রখ্যাত নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। প্রাবন্ধিক বলেন, বাংলাদেশে নজরুলচর্চার অতীত ও বর্তমানের মধ্যবিন্দুতে দাঁড়িয়ে আছে দু’টি প্রতিষ্ঠান: বাংলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট। বাংলা একাডেমি প্রতিষ্ঠাকাল থেকেই নজরুলচর্চার ক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা পালন করেছে। ১৯৬৬ সালে নজরুল-রচনাবলি প্রকাশের মধ্য দিয়ে যার সূত্রপত। বিগত তিন দশকে নজরুল-রচনাবলির অনেকগুলো সংস্করণ প্রকাশ, অপ্রকাশিত রচনা সংগ্রহ, নজরুলের জীবন ও সৃষ্টির অজানা অধ্যায়ের আবিষ্কার নজরুলচর্চাকে নিঃসন্দেহে বেগবান করেছে। আলোচকবৃন্দ বলেন, প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার সমান্তরালে মানুষের ভালোবাসায় নজরুল সবসময় চর্চিত হচ্ছেন ব্যাপকভাবে। বাংলা একাডেমি যেমন নজরুল রচনার প্রামাণ্য সংস্করণ প্রকাশ করেছে তেমনি নজরুল ইন্সটিটিউট নজরুলের গানের শুদ্ধ সুর ও বাণী সংরক্ষণের মধ্য দিয়ে নজরুল চর্চার ভিতকে মজবুত করেছে। সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে নজরুলচর্চা নতুন মাত্রা লাভ করেছে। বিশেষ করে নজরুলের অমর রচনাকর্ম ইংরেজি, উর্দু, হিন্দি, ফারসি এমনকি স্প্যানিশ-পর্তুগিজ ভাষায়ও অনূদিত হচ্ছে, যার মধ্য দিয়ে বাংলার নজরুল পৌছে যাবেন সারা বিশ্বে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীহার দে আকাশের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সুরের আলো সংগীত একাডেমী’-এর শিল্পীবৃন্দ।