Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ভালো কাজের ভালোবাসা

মোহাম্মদ তারেক: ঘটনা কী? কেন এত ভিড়! মানুষের জটলা দেখে সামনে এগোতেই রহস্যজনক মনে হলো। আবার কোনো দূর্ঘটনা? এটা ভেবে ভেবে মানুষের ভিড় ঠেলে সামনে এগোতেই দেখা গেল নীল রঙের টিশার্ট গায়ে দশজন যুবক সারিবদ্ধ হয়ে হুইল চেয়ার নিয়ে অপেক্ষা করছিলেন। এমন দৃশ্য এবারই প্রথম। বাংলা একাডেমির অমর একুশের গ্রন্থমেলায় প্রতিবন্ধী বা চলতে ফিরতে কষ্ট হয় এমন বইপ্রেমীদের জন্য এই হুইল চেয়ারের ব্যবস্থা। আগেই বাংলা একাডেমির পক্ষথেকে জানানো হয়েছিল এবার টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কে কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। সে কারণে চলাচলে অসমর্থ লোকের সুবিধার্থে হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে। এসব হুইল চেয়ার গুলোর ব্যবস্থা করেছে বাংলা একাডেমি। এতে স্বেচ্ছাশ্রম দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংগঠন সুইচ। মেলায় প্রতিদিন বেশ কয়েকটি হুইল চেয়ার নিয়ে টিএসসি মোড়ে বেলা ৩টা থেকে অপেক্ষা করে থাকে দলের নেতৃত্বে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মঈনুল ফয়সাল। আনন্দ আলো বইমেলা প্রতিদিনকে তিনি জানান, প্রতিদিন মেলায় ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিবন্ধীদের সেবা দেবেন। টিএসসির মোড়ে পাঁচটি ও দোয়েল চত্বরে পাঁচটি মোট দশটি হুইল চেয়ার রয়েছে। মেলার শেষে এগুলো একাডেমিতে ফেরত দেয়া হবে। এছাড়াও আমরা বইমেলায় পরিস্কার-পরিচ্ছন্ন নিয়ে কাজ করছি। আমাদের শ্লোগানÐআমি প্রতিজ্ঞা করছি যে যেখানে সেখানে ময়লা ফেলবো না। সবার কাছ থেকে এ ধরনের সিগনেচার নেয়া হচ্ছে। এবছরেই আমরা একলক্ষ মানুষের সিগনেচার জোগাড় করব। ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বেশ কিছু সামাজিক কাজ করে যাচ্ছে।