Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ভালোবাসার বাংলা ভাষা!

একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে কুইজ প্রতিযোগিতা জাতীয় অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের উপস্থাপক ও অংশ গ্রহনকারী সবাই কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রেখেছে। উপস্থাপক সহ মোট ৪জন অনুষ্ঠানে অংশ নিয়েছে। উপস্থাপক একটি মেয়ে। পরনের পোশাক বেশ আটো সাটো। তার তুলনায় অনুষ্ঠানে উপস্থিত দুই ছেলের পোশাক শরীরের সব জায়গায়ই ঢেকে রেখেছে। মেয়েটির শরীর যতটাই খোলামেলা ছেলে দুটির শরীর ততটাই ঢাকা। অনুষ্ঠানে তারা সবাই ছবির ধাঁধা নিয়ে কথা বলছে। আড্ডা দিচ্ছে। অনুষ্ঠানে কার্টুন সদৃশ্য একটি মুখ ভেসে উঠলো। উপস্থাপক মেয়েটি বার-বার তার আটো সাটো পোশাক  টেনে শরীর ঢাকার চেষ্টা করছে। এক সময় ছবিটি কি বলতে চায়? এই নিয়ে প্রশ্ন করলো সে। উত্তর পাওয়া গেল ছবির কার্টুন বলছেণ্ডমাইরালা… এই ‘মাইরালা’ শব্দ নিয়ে বেশ হাসাহাসি করলো সবাই। এরপর আরও কিছু অদ্ভুত বাংলা শব্দ নিয়ে হাসি তামাশায় মেতে উঠলো তারা।  টিভিতে অনুষ্ঠানটি দেখতে দেখতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর একটি আহবানের কথা মনে পরলো। ২ ফেব্র“য়ারি বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টল উদ্বোধনকালে বিকৃত বাংলায় কথা না বলার জন্য তিনি সকলকে আহবান জানিয়েছেন। এবারের সুন্দর বইমেলায় এই সুন্দর আহবানটি গুরুত্ব পাক এই কামনা আমাদের।  ও হ্যা, বইয়ের মেলায় এসেছেন বই কিনেছেন কী? জানেন নিশ্চয়ই বইমেলায় শতকরা ২৫ ভাগ কমিশনে বই বিক্রি হয়।