Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বিপাশার রঙের ভুবন

গুণী অভিনেত্রী বিপাশা হায়াত একজন গুণী চিত্রশিল্পীও বটে। তাঁর ছবির কম্পোজিশন যতটা বিষয়কে ঘিরে আবর্তিত হয়, তার থেকে কেন্দ্রীভ‚ত থাকে শিল্পীর মনের গভীরে যে, ভাব রয়েছে তার ওপর। প্রসঙ্গ তুলতেই বললেন, “আমি নিজেও মাঝে মাঝে ভাবার চেষ্টা করি যে, আসলে কবে থেকে আমার ছবি আঁকার প্রতি আগ্রহটা তৈরি হলো? মনে পড়ে একবার ছোটবেলায় তখন আমার বয়স ৫কী ৬, বাবাকে প্রশ্ন করেছিলাম ‘আচ্ছা তরমুজের বাইরেরটা সবুজ ভেতরটা লাল কেন?’ ওই বয়সের অনেক স্মৃতিই আমার মনে নেই। তবে বাবাকে ওই প্রশ্ন করার স্মৃতিটা মনে আছে। আমার ধারণা রঙের প্রতি আগ্রহটা আসলে প্রকৃতি থেকে আসে। আসলে আগ্রহই হলো মূল বিষয়। আনন্দ আলোয় বিপাশার ওপর শীর্ষ কাহিনী প্রকাশের পর সুদূর লালমনিরহাট থেকে সুহিতা আনোয়ার আনন্দ আলোয় একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছিল। চিঠিতে সে লিখেছিল, আনন্দ আলোয় বিপাশা আপুর ওপর প্রতিবেদন পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেললাম ভবিষ্যতে আঁকিয়ে হবো। ধন্যবাদ আনন্দ আলো, ধন্যবাদ বিপাশা হায়াত…