Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বাংলা একাডেমির অভিধান বিক্রির শীর্ষে

প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমির অভিধান বিক্রির শীর্ষে রয়েছে। মেলার বাংলা একাডেমির চত্বরে এবং সোহরাওয়ার্দী উদ্যানে মোট পাঁচটি স্টলে অভিধান বিক্রি হচ্ছে। প্রতিদিন অসংখ্য ক্রেতা এই অভিধানের জন্য দীর্ঘসময় লাইনে দাড়িয়ে অপেক্ষা করেন।  অভিধানের মধ্যে আছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান দাম ২৫০ টাকা, বাংলা একাডেমির ঐতিহাসিক অভিধান ৩০০ টাকা, বাংলা একাডেমি চরিতাভিধান দাম ৪০০ টাকা, বাংলা একাডেমি ছোটদের অভিধান ৩০০ টাকা, বাংলা বানান অভিধান ৪০০ টাকা, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ৪০০ টাকা, বাংলা উচ্চারণ অভিধান ৩০০ টাকা, ব্যবহারিক বাংলা অভিধান ৪০০ টাকা, বাংলা একাডেমি বিবর্তন মূলক বাংলা অভিধান প্রথম খণ্ড ১০০০ টাকা, দ্বিতীয় খণ্ড ও তৃতীয় খণ্ড প্রতিটি ১০০০ টাকা। সমকালিন বাংলা ভাষার অভিধান ১০০ টাকা, সহজ বাংলা অভিধান ১২০ টাকা। সংক্ষিপ্ত বাংলা অভিধান ২৫০ টাকা, আরবি ফারসি ও উর্দ্দু শব্দের অভিধান ২০০ টাকা, সংক্ষিপ্ত অভিধান ১৫০ টাকা, বেঙ্গলী টু ইংলিশ অভিধান ৩২০ টাকা, ইংলিশ টু বেঙ্গলী অভিধান ৩২০ টাকা। বাংলা একাডেমির এই অভিধান গুলো কেনা যাবে ৩০% কমিশনে। অভিধান গুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ইংলিশ টু বেঙ্গলী ও বেঙ্গলী টু ইংলিশ অভিধান। এই স্টল গুলো ছাড়াও বাংলা একাডেমির নতুন ভবনের নিচে স্থায়ী একটি স্টল রয়েছে সেখান থেকেও অভিধান ক্রয় করা যাবে। এবারের বইমেলার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর বিক্রির শীর্ষে রয়েছে অভিধান।