Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নারী পুরুষের সমতার মাধ্যমে দেশ গড়া সম্ভব

সুকর্ণ হাসান

সুকর্ণ হাসান একজন উদীয়মান অভিনেতা। টিভি নাটকের পাশাপাশি মঞ্চেও নিয়মিত অভিনয় করেন। একুশে বইমেলার একজন নিয়মিত দর্শক। প্রতি মেলায় বইকেনার জন্য পৃথক বরাদ্দ রাখেন। প্রিয়জনকে বই উপহার দেয়া তার শখ। এবার বইমেলায় তিনি তরুণ কবি লেখকদের নতুন বইকেনার ব্যাপারে আগ্রহী। প্রসঙ্গক্রমে সুকর্ণ হাসান বলেন, দেশ গঠনে নারী-পুরুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ জরুরি। সুকর্ণর মতে, আমাদের প্রায় প্রতিটি পরিবারে শুধুমাত্র সংসারে যারা কাজ করেন, ঘর সংসার সামলান সেই নারীরা একজন পুরুষের চেয়ে বেশী কাজ করেন অথচ কাজের স্বীকৃতি পান না। পুরুষদের উচিৎ নারীদের কাজে সহায়তা করা। নারীর কাজের স্বীকৃতি দেয়া। নারী-পুরুষের সমতার মাধ্যমেই দেশ গড়ে তোলা সম্ভব।

সম্পর্কিত

এ কেমন মুখের ভাষা

মেলা থেকে বলছি…

যাঁরা একুশে পদক পেলেন