Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নারীর সমতার বিষয়টি গুরুত্বপূর্ণ  

-হুমায়ূন কবীর হিমু

এবার বইমেলায় লেখক হুমায়ূন কবীর হিমুর লেখা ‘ভালোবাসায় লোডশেডিং’ বইটি প্রকাশ পেয়েছে। পারিজাত প্রকাশনী থেকে বইটি মেলায় এসেছে। হুমায়ূন কবীর হিমু লেখালেখির বাইরে ওয়ালটন কোম্পানিতে মার্কেটিং-এ কর্মরত রয়েছেন। এবারের মেলা নিয়ে তিনি বলেন, এবছর মেলার পরিবেশ অন্যান্য বারের চাইতে একেবারেই অন্যরকম। মেলার সাজসজ্জা বেশ দৃষ্টিনন্দন। প্রাণের মেলা এই বইমেলার সঙ্গে আমাদের জাতীয় চেতনা জড়িত। তাই একজন লেখক বা পাঠক হিসেবে এই জায়গায় এলেই নিজেকে সেই চেতনার সঙ্গে উজ্জীবিত করার সুযোগ পাই বলে আমার কাছে এই মেলার গুরুত্ব অন্য যেকোনো আয়োজন বা উৎসব থেকে আলাদা, অন্যরকম। প্রসঙ্গক্রমে সমাজে নারীর সমসতার বিষয়ে হুমায়ূন কবীর হিমু বলেন, সমাজের প্রতিটি সেক্টরে নারী আজ এগিয়ে। তেমনিভাবে সাহিত্যচর্চায়ও নারীরা বর্তমানে বেশ অবদান রাখছেন। শুধু তাই নয় নারীরা আজ তাদের অধিকারের বিষয়ে সচেতন, আজকে নারীদের নানান বিষয়ে নারীরা নিজেরাই লিখছেন। এতে করে আমাদের সাহিত্য যেমনি সমৃদ্ধ হচ্ছে, তেমনি সমাজে নারীর সমতার বিষয়টাও গুরুত্বপুর্ন হয়ে উঠছে।

সম্পর্কিত

এ কেমন মুখের ভাষা

মেলা থেকে বলছি…

যাঁরা একুশে পদক পেলেন