Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

তিনজনের অদ্ভুত মায়াজাল

তন্দ্রা (রুহী) হঠাৎ করেই শিপনের (ইমন) বাসায় ঢুকে পড়ে। তার স্ত্রী রিয়া (বাঁধন) এতে করে ইমনকে সন্দেহ করতে থাকে। এদিকে রুহী দাবি করে ইমন হচ্ছে তার সাবেক প্রেমিক। এ নিয়ে ইমনের সঙ্গে বাঁধনের লেগে যায় বাকবিতন্ডতা। একসময় বাঁধন বাসা থেকে রাগ করে বেরিয়ে যায়। কিন্তু গল্পের শেষে দেখা যায় অন্যরকম এক ঘটনা। আসলে রুহী এই শিপনকে ভালোবাসে না। সে তিন বছর আগে শিপন নামের একটি ছেলেকে ভালোবাসতো। সেই ভালোবাসায় আজ সে অন্য এক মানুষ হয়ে গেছে। এমনি গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘অদ্ভুত মায়াজাল’। এটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এতে ইমন, বাঁধন ও রুহী ছাড়া আরো অভিনয় করেছেন পীরজাদা, লুনা খান প্রমুখ। প্রায় তিনমাস পর অভিনয়ে ফিরলেন অভিনেত্রী বাঁধন। ইমনের সঙ্গে জুটি হয়ে অভিনয়ের মাধ্যমে ফিরলেন তিনি। বাঁধন বলেন, ‘তিনমাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। নাটকের গল্পটা দারুণ।’ ইমন বলেন, ‘আসলে গল্প পছন্দ না হলে তেমন নাটকে অভিনয় করা হয় না। সেইদিক থেকে ‘অদ্ভুত মায়াজাল’ একটি অন্যরকম গল্প। নাটকের শেষে অন্যরকম একটা চমক রয়েছে।’ নৃত্যশিল্পী ও অভিনেত্রী রুহী বলেন, ‘আমি মূলত নৃত্যশিল্পী হলেও মডেলিং এবং অভিনয় করি। তবে সেটা অবশ্যই বেছে বেছে। আমার ক্যারেক্টার এবং গল্প পছন্দ না হলে কাজ করি না। সেই দিক থেকে ‘অদ্ভুত মায়াজাল’ একটি অন্যরকম একটি গল্প এবং আমার চরিত্রটি অসাধারণ। মজা পেয়েছি কাজটি করে। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

শুরু হলো ‘তীর অ্যাডভান্সড কিচেন’ প্রতিযোগিতা

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তীর অ্যাডভান্সড কিচেন’ প্রতিযোগিতা। তবে এটি কিচেন নিয়ে হলেও কোনো রেসিপি বা কুকিং কম্পিটিশন নয়। রান্নাঘর একটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এখানেই পরিবারের সদস্যদের স্বাদ ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা হয়। অথচ এই ঘরটি অবহেলিত এবং অগোছালো থাকে। একটি সাধারণ কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আগ্রহীরা কিচেনের ছবি এবং কেন তা রূপান্তর করতে চান বা কিচেন নিয়ে কোনো গল্প পাঠাতে হবে। সারাদেশ থেকে দশটি কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করবে ‘তীর অ্যাডভান্সড কিচেন’ টিম। তীর অ্যাডভান্সড কিচেন টিমের নেতৃত্বে আছেন স্বনামধন্য স্থপতি এনামুল করিম নির্ঝর। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মাসুমা রহমান নাবিল ও পরিচালনা করছেন আকা রেজা গালিব। গতানুগতিক রিয়েলিটি শো’র বাইরে নতুন ধরনের একটি শো এটি। যা প্রচার হবে ১০ পর্বে চ্যানেল আইতে। প্রতিযোগিতার বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে সম্প্রতি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এর বিস্তারিত তুলে ধরেন শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান (নির্বাহী পরিচালক, বিক্রয় ও বিপণন, সিটি গ্রæপ) এবং চানেল আই-এর পক্ষে কথা বলেন, ইসরারুল হক (নির্বাহী পরিচালক, বিক্রয় ও বিপণন, চ্যানেল আই), বিভিন্ন ধারার এ প্রতিযোগিতাটির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা ব্যক্ত করেন সিস্টেম আর্কিটেড-এর প্রধান স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর প্রমুখ।