Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

তারকাকথনে আনন্দ আলো

আনন্দ আলো’র যুগ শুরু উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়েছিল একদিন আগে অর্থাৎ ১৩ এপ্রিল চ্যানেল আই এর তারকা কথন অনুষ্ঠানে। অতিথি ছিলেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ ও বিশিষ্ট অভিনয় শিল্পী ও নির্মাতা আফসানা মিমি। দিলরুবা সাথীর উপস্থাপনায় এই অনুষ্ঠানে বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ বলেন, ইমপ্রেস এর আনন্দ আলো আমার অত্যনত্ম প্রিয় একটি পত্রিকা। আমি সময় পেলেই আনন্দ আলো পড়ি। এর গেটআপ, মেকআপ, বিষয় বৈচিত্র্য আমাকে মুগ্ধ করে। উৎসব পার্বনে আনন্দ আলোর বিশেষ আয়োজন- ‘এক ব্যাগ আনন্দ এক ব্যাগ আলো’ আমার অনেক পছন্দ। বিশেষ করে ঈদে আমি আনন্দ আলোর এক ব্যাগ সংখ্যা প্রিয়জনদের উপহার দেই।

আফসানা মিমি বলেন, আনন্দ আলো আমাদের জন্য অনেক আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে। আনন্দ আলোয় যারা কাজ করেন তারা অনেক ফ্রেন্ডলি। সব চেয়ে বড় কথা হলো আনন্দ আলো কাউকে অহেতুক আঘাত দিয়ে কিছু ছাপে না। সর্বদাই পজিটিভ স্বপ্ন ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি আনন্দ আলো সম্পর্কে পাঠক ও দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দিলরুবা সাথী।