Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

গ্রামীণফোনের নতুন অ্যাপ হাতের কাছেই অনেক সমাধান

একবার চিনৱা করুন তো এখনকার সময়ে একটি মোবাইল ফোন কী শুধু কথা বলার জন্যই? এই প্রশ্নের উত্তরে অবশ্যই অনেকে বলবেন- না তা হবে কেন? বর্তমানে মোবাইল ফোন দিয়ে কী না করা যাচ্ছে! কথা বলা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সকল কর্মকান্ডই এই যাদুর যন্ত্র দ্বারা করা যাচ্ছে। আর তাই তো মোবাইল অপারেটর কোম্পানিগুলোও তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসছে নতুন নতুন সেবা। যেসব সেবা গ্রাহকরা বিভিন্ন অ্যাপস- এর মাধ্যমে পেয়ে থাকেন। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন নিয়ে এসেছে তেমনি একটি নতুন অ্যাপস। যার মাধ্যমে মানুষের জীবনকে করে তুলেছে আরো সহজ। ব্যস্ত এই সময়ে মানুষের ছুটে চলা অবিরাম। একই সময়ে অনেক কাজ করতে হয়। তাই তো মোবাইল ফোনের নিত্যনৈমিত্তিক উৎকর্ষে এখন আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছে যে, মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন অনেকটাই স্থবির হয়ে পড়ে। সঙ্গে এখন আছে ইন্টারনেট। তাই প্রতিটি মুহূর্ত এখন আরো বেশি সচল এবং সহজ। ইন্টারনেট সেবা পেতে সহজেই বেছে নেওয়া যায় পছন্দসই একটি প্যাকেজ।

mobile-app-developmentপ্রত্যেক মানুষের প্রয়োজন যেমন আলাদা আবার চাহিদাটাও থাকে ভিন্ন। কারো আছে অনেক বন্ধু। তাই তার  চাই অনেক এফএনএফ নম্বর। আবার কারো বন্ধু বদল হয়, তখন দরকার হয়ে দাঁড়ায় সেই এফএনএফ নম্বরটি পরিবর্তনের। কারো কারো কথা শেষ না হওয়া মাত্র ব্যালেন্স ফুরিয়ে হতাশা তৈরি হয়। কেউ হতাশ হন সেলফি তুলে আপলোড করতে গিয়ে শূন্য ইন্টারনেট ব্যালেন্স দেখে। অন্যদিকে মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের বিল পে করার সুযোগও থাকে। আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন, সেটি বদলে ফেলার ইচ্ছায় অনলাইনেও খোঁজ করতে থাকেন নতুন কোনো ফোন সেটের। মনমতো একটা হ্যান্ডসেট অনলাইন সাইটে কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়ে মনও ভাঙে কারো কারো। এরকম আরো অসংখ্য ঘটনা ঘটে চলে মোবাইল ফোনটিকে ঘিরে। কিন্তু এত সব  সেবা পেতে কোথায় কি ডায়াল করতে হবে বা কার কাছে গিয়ে কি সুবিধা-অসুবিধার কথা শেয়ার করা যাবে তা নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন। আর তাই তো হাজারো ব্যাকুলতা- হতাশা দূর করে দিতে গ্রামীণফোন নিয়ে এলো ুহঐ েইযয (মাই জিপি অ্যাপ)। এই একটি মাত্র অ্যাপ আপনি ঐমমথফণফেটহ অথবা ইযর্য্রমরণ থেকে ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে নিতে পারবেন। অ্যাপটি ইন্সটল করার পরই পেয়ে যাবেন যাবতীয় সমস্যার ওয়ান-স্টপ সল্যুশন। হোক সেটা মাঝরাতে ব্যালেন্স ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট রিচার্জ অথবা নতুন কোনো বন্ধুকে এফএনএফ-এ সেট করে ফেলা কিংবা ঘরে বসেই যাবতীয় বিল পরিশোধ করার মতো নানান সমস্যার সমাধান পেয়ে যাবেন। আরো পারবেন পছন্দ মতো ইন্টারনেট প্যাকেজ কিনে নিতে আর অসংখ্য হ্যান্ডসেট থেকে নিজের বা প্রিয়জনের জন্য সেরা ফোনটি বেছে নিতে। সঙ্গে প্রিয় হ্যান্ডসেটটির জন্য প্রয়োজনীয় নানা এক্সেসরিজের সম্ভারও রয়েছে অ্যাপটিতে। এমনি নতুন নতুন সব ফিচারস নিয়ে অ্যাপসটি সবসময় থাকবে আপডেটেড। আর ুহঐ েইযয টি আপনার মোবাইলে ডাউনলোড করলেই পেয়ে যাবেন ৫০ুঈ ফ্রি ইন্টারনেট। তাই ওর্ধলর্টধমভ যাই হোক ুহঐ েইযয- এ ওমফর্লধমভ হাতের মুঠোতেই।