Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

গোপন কথা গোপন থাকাই ভালো!-শামীমা তুষ্টি

মোহাম্মদ তারেক
আনন্দ আলো: আপনি কী তুষ্টি?
শামীমা তুষ্টি: হ্যাঁ, আমি শামীমা তুষ্টি।
আনন্দ আলো: তুষ্টি নামের অর্থ কী?
শামীমা তুষ্টি: তুষ্টি নামের অর্থ সন্তুষ্টি।
আনন্দ আলো: এত কাজ থাকতে অভিনয়ে এলেন কেন?
শামীমা তুষ্টি: ছোটবেলা থেকে পিপলস লিটল থিয়েটারে অভিনয় করতাম বলেই অভিনয় জগতে আমার আসা।
আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজ অর্থাৎ নাটকটি…
শামীমা তুষ্টি: ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
আনন্দ আলো: ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
শামীমা তুষ্টি: ছোটবেলায় আমি বিমানবালা হতে চেয়েছিলাম।
আনন্দ আলো: কোনো গ্রামে আপনি শুটিং করতে গেলেন। ক্যামেরা, লাইট, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে আপনার সামনে সুন্দরবন থেকে একটা রয়েল বেঙ্গল টাইগার হাজির হয়ে গেলো তখন আপনি কী করবেন?
শামীমা তুষ্টি: বাঘ মামা আমার সঙ্গে সেলফি তুলতে এসেছেন। প্লিজ একটু অপেক্ষা করতে হবে। বসেন শটটা দিয়া লই। তারপর আপনার সঙ্গে খুব মজা করে সেলফি তুলবো।
আনন্দ আলো: বন্ধুরা যে কারণে খ্যাপায়…
শামীমা তুষ্টি: ওদের সঙ্গে দেখা করি না কেন? এজন্য বন্ধুরা বেশি খ্যাপায়।
আনন্দ আলো: আপনাকে একদিনের জন্য মঙ্গলগ্রহে পাঠানো হলে কাকে সঙ্গে নিতে চাইবেন?
শামীমা তুষ্টি: মঙ্গলগ্রহে পাঠানো হলে আমি তো চেতে চাইব না। কারণ ওখানে কিছু করার নেই আসলে।
আনন্দ আলো: যে সিনেমা দেখে কেঁদেছেন…
শামীমা তুষ্টি: অনেক সিনেমা দেখে আমি কেঁদেছি। তবে হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ ছবিটি দেখে আমি প্রচÐ কেঁদেছি।
আনন্দ আলো: আর যে নাটক দেখে প্রচÐ হেসেছেন…
SHAMIMA-TUSTIশামীমা তুষ্টি: সালাউদ্দিন লাভলুর পরিচালনায় মীর সাব্বিরের সঙ্গে আমার অভিনীত ‘বউ তুমি কার’ নাটকটি দেখে আমি প্রচÐ হেসেছি।
আনন্দ আলো: জীবনের যে সময়টা ফ্রেমে বন্দী করে রাখার মতো…
শামীমা তুষ্টি: মা-বাবা, ভাই বোন আর স্বামীর সঙ্গে সময় কাটানোটা ফ্রেমে বন্দী রাখার মতো।
আনন্দ আলো: গোপন কোন কথাটি স্বামীর কাছে বলেন না?
শামীমা তুষ্টি: ভাইরে গোপন কথা গোপন থাকাই ভালো।
আনন্দ আলো: কখন নিজের ওপর রাগ হয়?
শামীমা তুষ্টি: যখন অনেক কিছু সহ্য করতে হয় কিন্তু কিছুই করতে পারি না তখন নিজের ওপর প্রচÐ রাগ হয়।
আনন্দ আলো: একদিন হঠাৎ দেখলেন আপনি মেয়ে থেকে ছেলে হয়ে গেলেন। তখন কী করবেন?
শামীমা তুষ্টি: ভাইরে, আমি কখনোই চাই না মেয়ে থেকে ছেলে হই। মেয়ে হয়েই তো বেশ আছি।
আনন্দ আলো: আপনি নাকি জেগে জেগে স্বপ্ন দেখেন! ঘটনা কী?
শামীমা তুষ্টি: স্বপ্ন তো জেগে জেগেই দেখি। কারণ ঘুমালে তো আর স্বপ্ন দেখা যাবে না। স্বপ্ন দেখতে ভালো লাগে। সেটা বাস্তবায়িত করতে চেষ্টা করি।
আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত…
শামীমা তুষ্টি: তোমার বিয়ে হয়েছে কী না?
আনন্দ আলো: অভিনয় ছাড়া আর যা ভালো করতে পারেন?
শামীমা তুষ্টি: অভিনয় ছাড়া নাচ ভালো করতে পারি। সাংগঠনিক কাজ ভালো করতে পারি।
আনন্দ আলো: তোমার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু…
শামীমা তুষ্টি: একদম মিথ্যা কথা।
আনন্দ আলো: বিরক্ত লাগে যখন…
শামীমা তুষ্টি: যখন আমার কাছে শক্তি থাকে না, অর্থ থাকে না, অনেক কিছু করবার ইচ্ছা হয় তখন।
আনন্দ আলো: নিজের সবচেয়ে দুর্বল দিক?
শামীমা তুষ্টি: আমি অনেক বেশি ইমোশনাল।