Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

একসঙ্গে আফজাল-মিলা

গুণী অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘আগন্তুক’ শিরোনামের টেলিছবিতে অভিনয় করেছেন মিলা হোসেন। অভিনয়ের পাশাপাশি নতুন এই টেলিছবিটি পরিচালনাও করেছেন আফজাল হোসেন।  ২০০০ সালে ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ হয়েছিলেন মিলা। এরপর মডেলিংয়ে একের পর এক বিজ্ঞাপন করে দ্রæত পরিচিতি পান। পাশাপাশি অভিনেত্রী হিসেবেও নজর কাড়েন। মডেল ও অভিনেত্রী হিসেবে যখন তার জনপ্রিয়তা তুঙ্গে, ঠিক তখনই (২০০২ সালে) চলে যান যুক্তরাষ্ট্রে। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি। নিউইয়র্ক থেকে ফেসবুকের মাধ্যমে মিলা জানান, ‘২০০০ সাল থেকে আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করছি। আমি যতগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি, তার বেশির ভাগই আফজাল ভাইয়ের নির্দেশনায়। দেশে থাকা অবস্থায় বিশেষ দিবসের টেলিছবিতে তার নির্দেশনায় কাজ করেছি। তিনি আমার পছন্দের একজন নির্মাতা। আমার আদর্শ। অনেক বছর পর তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লেগেছে।’ নিউইয়র্কের বিভিন্ন জায়গায় ‘আগন্তুক’ টেলিছবির শুটিং হয়েছে। এর আগে মিলা আফজাল হোসেনের পরিচালনায় ‘ছবির মতো মেয়ে’ নামের একটি টেলিছবির অভিনয় করেন।

চ্যানেল আইতে তীরন্দাজ

Mou-1জয়িতার মন অনেক কারণে বিক্ষিপ্ত থাকছে আজকাল। বেশ কটা সিনেমা ফ্লপ হবার পর ইন্ডাস্ট্রির সবাই তাকে বাতিলের দলে ফেলে দিয়েছে। নতুন কোনো ফিল্ম-এর অফার তো পাচ্ছেই না বরং আগের চুক্তি হওয়া তিনটা সিনেমা থেকেও বাদ পড়ছে সে। পরিবার সমাজ ক্রমশই যেন মুখ ফিরিয়ে নিতে থাকে তার দিক থেকে। সেই সময় হঠাৎ জয়িতার সঙ্গে পরিচয় হয় একজন নবাগত পরিচালকের সঙ্গে। এর নাম অর্ক। অদ্ভুত এক ছেলে অর্ক। বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতার কোনো কমতি নেই তার। জয়িতার জীবনের অন্ধকার আস্তে আস্তে কাটতে থাকে। কিন্তু অর্কের স্বপ্নের চলচ্চিত্র তৈরি হওয়ারও কোনো সম্ভাবনা দেখা যায় না। কারণ কোনো প্রযোজকই টাকা লগ্নি করতে চায় না। এক সময় জয়িতাই সিন্ধান্ত নেয় টাকা লগ্নি করার। কিন্তু সেই কাজে বাধা হয়ে দাঁড়ায় সিহাব, জয়িতার স্বামী। শুরু হয় নতুন এক যুদ্ধ। অর্কের ছোটবেলার বন্ধু ছোটন। ছোটন, অর্ক আর রেবেকা এক সঙ্গে পড়াশোনা করেছে ছোটবেলায়। তাদের মধ্যে আছে অদ্ভুত ধরনের বন্ধুত্ব। ছোটন অনেক বেশি ভালোবাসে রেবেকাকে। কিন্তু রেবেকা আবার ভালোবাসে অর্ককে। সমস্ত বেপারটা অর্ক বুঝতে পারে না। নায়িকা জয়িতাকে নিয়ে রেবেকার মনে তৈরি হয় সন্দেহ। সে সিন্ধান্ত নেয় প্রতিশোধ নেবার। এক পর্যায় তার সঙ্গে পরিচয় হয় সিহাবের সঙ্গে। নতুন এক হিসাবের প্যাঁচ কষতে থাকে তারা। নানান ঘটনায় এগুতে থাকে তাদের গল্প। এমনি গল্পের ধারাবাহিক নাটক ‘তীরন্দাজ’। চ্যানেল আইতে নাটকটি সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার রাত ৮টায় প্রচার হচ্ছে। নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, ফারুক আহমেদ, সাবেরী আলম, অর্পন্যা, অহনা, আরফান, বাঁধন, আ. খ. ম. হাসান, জ্যোতিকা জ্যোতি, নিশা, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, রিমি করিম, পিয়া আমান প্রমুখ।