Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭ ছয় গুণী লেখক পাচ্ছেন সম্মাননা

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিন। সকাল ১০ টায় একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিদেশী বন্ধুরা সহ স্থানীয় কবি সাহিত্যিক বৃন্দ বিভিন্নবিষয়ে আলোচনা করেন। প্রথম অধিবেশন বেলা ১টা পর্যন্ত চলে।
বিকেল ৩টায় বইমেলার বাংলা একাডেমিস্থ মূল মঞ্চেআন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননাপ্রদান অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে দেশের জন বিশিষ্ট লেখক বুদ্ধিজীবিকে এই সম্মাননা প্রদান করা হবে। তারা হলেনÑ জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর উল ইসলাম, রবীন্দ্র গবেষক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক . রফিকুল ইসলাম, অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সাহিত্য সম্মেলনে অংশগ্রহণের জন্য জার্মানি, অস্ট্রিয়া, চীন, রাশিয়া, সুইডেন ভারতসহ ৭টি দেশের ২৭ জন বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, বুদ্ধিজীবী ইতিমধ্যে ঢাকায় এসেছেন